বইটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে
যে যুবক যুবতীর সাথে ফেরেশতা হাত মিলায়
ইসলামের বীর তরুণ সমাজ প্রতিটি সংকটে ও অভিযানে বুক প্রশস্ত করে
এগিয়ে গেছেন, জীবন তুচ্ছ করে মহাবিপদের মাঝে ঝাপিয়ে পড়েছেন। ইসলামী বাহিনীর
মধ্যে যুবকের সংখ্যাই বেশী ছিল। অধিকাংশ সেনাপতি ছিলেন যুবক। খালেদ বিন ওয়ালিদ,
তারেক বিন যিয়াদ, মূসা বিন নুসাইর, ওকবা বিন নাফে, সালাহ উদ্দীন আইউবী, মোহাম্মদ
বিন কাসেম, বখতিয়ার খিলজী এবং তাদের সাথী মোজাহিদীনের অধিকাংশই টাটকা তাজা প্রাণ
বীর যুবক। তারা উষর মরুর ধূসর দিগন্তু অতিক্রম করেছেন। নদী-সাগর পেরিয়েছেন।
পাহাড় ডিঙ্গিয়েছেন। উত্তাল সাগরের বক্ষে বিজয় অভিযান চালিয়েছেন। অতি স্বল্প
সময়ের ব্যবধানে তারা আটলান্টিকের বেলাভূমি থেকে ভারত পর্যন্ত, আরব সাগরের সৈকত
থেকে চীনের মহাপ্রাচীর পর্যন্ত সমগ্র ভূভাগ বিজয় করে ইসলামের বিজয় ঝাণ্ডা উডীন
করেছেন। শৌর্য-বীর্যে বিস্ময়াভূত করেছেন বিশ্ববাসীকে। জ্ঞান-বিজ্ঞানে অর্জন
করেছেন বিরাট সাফল্য। সাহিত্য ও দর্শন সর্বক্ষেত্রে সৃষ্টি করেছেন নয়া যমানা।
জন্ম দিয়েছেন এক নতুন সভ্যতার । আধুনিক বিজ্ঞান প্রযুক্তির ভিত তারাই রচনা
করেছেন। তারাই জন্ম দিয়েছেন রসায়ন, পদার্থ, জ্যামিতি, ভূগোল, চিকিৎসা শাস্ত্র,
গণিত শাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের। বিশ্বব্যাপী ইসলামের এ মহান বিজয়ে যুব সমাজের
অবদান অবিস্মরণীয়।