"ড. বেলাল পিলিপ্স লেকচার সমগ্র" বইটি ডাউনলোড করুন

 বইটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে 

ড. বেলাল পিলিপ্স লেকচার সমগ্র


লেখক সম্পর্কে 


ড. বিলাল ফিলিপস এর জন্ম হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ এর জ্যামাইকায় ।

তিনি বড় হন কানাডায় ও সেখানে ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। এরপর ১৯৭৯ সালে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় হতে ইসলামী মূলনীতি অনুষদ থেকে ব্যাচেলর ডিগ্রি এবং ১৯৮৫ সালে রিয়াদ বিশ্ববিদ্যালয় হতে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৪ সালে ওয়েলস বিশ্ববিদ্যালয়-এর ইসলামী শিক্ষা বিভাগ থেকে ইসলামী ধর্মতত্ত্বর ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

১৯৯৪ইং সাল থেকে সংযু্ক্ত আরব আমিরাতের দুবাইতে তিনি ‘ইসলামী তথ্য কেন্দ্র দুবাই (IICD)’ প্রতিষ্ঠা ও পরিচালনা করেন। বর্তমানে যা ‘ডিসকভার ইসলাম’ নামে পরিচিত হয়ছে। এছাড়া তিনি শারজাহ-এর দারুল ফাতাহ ইসলামিক প্রেস বৈদেশিক সাহিত্য বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। ড. বিলালই সর্বপ্রথম ইন্টারনেট -এ ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন যেটি বর্তমান ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি নামে পরিচিত। যাকে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি ও বলা হয়।

তার রচনাগুলোর কিছু অংশ নিয়ে বাংলায় লেকচার সমগ্র প্রকাশ করেছে পিস পাবলিকেশন-ঢাকা। এই বইটিতে তাঁর ৫টি বই যুক্ত হয়েছে।

বইগুলো হলো :

  • জনতার উদ্দেশ্যে বক্তৃতা
  • সৃষ্টির উদ্দেশ্য
  • ইসলামের সর্বোত্তম
  • তাওহীদের মূল সূত্রাবলী
  • স্বপ্নের ব্যাখ্যা

ড. বিলাল ফিলিপস এর কুরআন ও হাদীসের সংগ্রহ মানব জীবনের পরতে পরতে জীবন সংগ্রামে পাথেয় হিসেবে কাজ করবে এতে কোন সন্দেহ নেই।

এক নজরে বইটি :

  • ড. বেলাল ফিলিপস লেকচার সমগ্র
  • সংকলন: মো: রফিকুল ইসলাম
  • প্রকাশনায়: পিস পাবলিকেশন-ঢাকা
  • পৃষ্ঠা: ৪৭৮
  • সাইজ: ১১ মেগাবাইট



বইটি পেয়ে উপকৃত হলে আপনি চাইলে আরেকজন ভাইকে বইটি পড়তে সহযোগিতা করতে পারেন যার জন্য শুধু আপনার একটি ফেসবুকে শেয়ার করার প্রয়োজন। তাছাড়া আপনি চাইলে আমাদের ফেসবুক পেজের সাথে লাইক দিয়ে যুক্ত হতে পারেন আমরা প্রতিদিন আমাদের ফেসবুক পেজে নতুন নতুন বই পোস্ট 
করে থাকি।








ডাউনলোড 

Post a Comment

Previous Post Next Post