বইটির ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে
বই সম্পর্কে
মানবতাকে পাড়ি দিতে হয়েছে বহু পথ। বহু বছর, যুগ, শতাব্দী পার হয়ে
আজো তার অগ্রযাত্রা বহমান ৷ এ মৃঢ় মানবতার সুস্থ স্রোত অব্যাহত রয়েছে নবী
ও রসূলগণের কারণে। তাঁদের মাধ্যমেই মানুষ বার বার উঠে এসেছে অন্ধকার
থেকে আলোর দিকে। পতন থেকে উত্থানের দিকে। রোগগ্রস্ততা থেকে আরোগ্যের
'দিকে। তাদের অবাধ্য যারা তারা পেয়েছে উপযুক্ত শাস্তি । মূলতঃ এই শান্তি
আখেরাতের জন্যই নির্দিষ্ট । কিন্তু যারা সীমা অভতিক্রমকারী এবং সুস্থ মানবতার
বিকাশ, প্রকাশ এবং উত্থানের জন্য হুমকি তাদের প্রতি পৃথিবীতেই নেমে আসে
'আযাব।
আরো ডাউনলোড করুন ঃ যৌবনের মৌবনে
শরীরের পচে যাওয়া কোনো অংশ যেমন কেটে ফেলে দিতে হয় অবশিষ্ট
'অবয়বকে নিরোগ রাখবার জন্য,কীটদষ্ট ডালপালা যেমন ছেঁটে দিতে হয় শাখা
প্রশাখার নতুন বিস্তার নিশ্চিত করার স্বার্থে, তেমনি অনারোগ্য অবাধ্যতার শিকার
দুর্ভাগা সম্প্রদায়দেরকেও নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে পৃথিবী থেকে। এটাও
'প্রেমময় প্রভু প্রতিপালক আল্লাহ তায়ালার নিছক অনুগ্রহ ৷ মহামানবতার উত্থান,
উন্মেষ ও সম্মুখযাত্রা নিশ্চিত রাখতে গিয়ে এই পৃথিবীতেই অনড় অবাধ্যতার শাস্তি
'পেতে হয়েছে কোনো কোনো সম্প্রদায়কে ৷
আরো ডাউনলোড করুন ঃ বি স্মার্ট উইথ মুহাম্মদ (সঃ)
কী ভয়াবহ এ সমস্ত আযাবের প্রকৃতি এবং আকৃতি ৷ কোরআনুল করিমে 3
সমস্ত বর্ণনা দেয়া হয়েছে এজন্য যে, আমরা যেনো সতর্ক হই। সাবধান হই।
'আল্লাহতায়ালাকে ভয় করি। প্রকৃতপক্ষে আল্লাহ তায়ালার আযাবের ভয়ই ইমান ।
যেমন তার রহমতের আশা।৷ ইমানদারদের বসবাস কখনো আশায়। কখনো
আশংকায়।
“কী হয়েছিলো অবাধ্যদের' গ্রন্থে চারটি চরম অবাধ্য সম্প্রদায়ের পরিণতির
'কথা বিবৃত হয়েছে। এতে একই সঙ্গে বর্ণিত হয়েছে চারজন সম্মানিত নবীর
কাহিনীও- যারা ছিলেন এঁ সমস্ত সম্প্রদায়ের প্রতি আহ্বানকারী। তাদের
শুশ্রুষাকারী ৷ চিকিৎসক। একান্ত আপনার জন । কিন্তু যারা আপন অনিষ্ট স্থায়ী
থাকতে পছন্দ করে তাদের দুর্ভাগ্য ঠেকাবে কে?
আরো ডাউনলোড করুন ঃ বিয়ে আবেগ ও বাস্তবতা
আল্লাহ্ তায়ালার আযাব কী ভয়াবহ । আমরা পরিত্রাণ চাই । হে আমাদের
'প্রেমময় প্রভূ প্রতিপালক আল্লাহ-তুমিই পবিত্রতম। আমাদেরকে নিরাপদ রাখো
তোমার অসন্তষ্টির আযাব থেকে ৷ আমিন ।
'মহামানবতার পথযাত্রা এখনো চলছে। এখন তার অবয়ব আবরিত রয়েছে
রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের অফুরন্ত রহমতে ৷ আসুন
আমরা আমাদেরকে সমর্পণ করি তার নিকট ৷ মেনে নিই তার দয়া ও রহমতে ভরা
শরীয়তের সম্পূর্ণ সীমানা। মহামানবতার মহাউত্থান, মহাপরিত্রাণ এই পথেই ৷
যদি আমরা বুঝি- পাঁচশ কোটি মানুষ। সমসময়ের। সকল অনাগত মানুষ।
আগামী পৃথিবীর ।
আরো ডাউনলোড করুন ঃ ইনিভার্সিটির ক্যান্টিনে
আমাদের সমর্পণকে সঠিক, সুন্দর ও পূর্ণ করতে গেলে খাটি কোনো নায়েবে
নবী কামেলে মোকাম্মেল পীর মোর্শেদের আনুগত্য ও সংসর্গ জরুরী। ফরজ ।
আল্লাহতায়ালার নির্দেশও এরকমঃ সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও।
সামান্য দুদিনের জীবন। আয়ুর অনিশ্চিত পাড় ভেঙে ভেঙে এগিয়ে চলেছে
নিটোল, নিরপেক্ষ সময় ৷ আমরা কি জাগবোনা?
আপনি যদি প্রতিটি নতুন বই সবার আগে পেতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপের
সাথে যুক্ত থাকুন 👉👉
Join করুন