গুগলের প্রায় প্রতিটি আপস, তাদের কমনলি ব্যবহিত ফিচার বা বৈশিষ্টগুলি আপনার হোম স্ক্রীনে শর্টকার্ট নেওয়ার সুবিধা প্রধান করে। আজকের এই আর্টিকেলে বলবো এমন সব ফিচার বা বৈশিষ্ট যা আপনি প্রতিনিয়ত আপনার
এন্ড্রয়েড ফোনে বিভিন্ন আপসের মাধ্যমে ব্যবহার করেন।
আপনি এই ফিচারগুলো কোনো আপস ওপেন না করে আপনার এন্ড্রয়েডের হোম স্ক্রীনে শর্টকার্ট নেওয়ার মাধ্যমে ব্যবহার করতে পারবেন। যার ফলে আপনার অনেক সময় বেচে যাবে।
এন্ড্রয়েড ফোনে হোম শর্টকার্ট গুলো অনেক গুরুত্বপূর্ণ কারণ অনেকের ফোনে মেমোরি স্পেচ কম থাকায় অনেক আপস ডাউনলোড করতে পারে না আবার ডাউনলোড করলেও slow করে। আপনি চাইলে আপনার প্রয়োজনীয় কোনো আপসের হোম স্ক্রীন শর্টকার্ট নিয়ে সেই আপসটা আনইন্সটল করে দিতে পারেন ফলে আপনার ফোনে অনেক স্পেস খালি হবে।
সুতরাং চলোন আজকের সেই গুরুত্বপূর্ণ হোম স্ক্রীন শর্টকার্টগুলো দেখা যাক।
প্রথম কথা হলো আপনি হোম স্ক্রীন শর্টকার্টগুলো পাবেন কোথায়?
এটা পাওয়া খুবই সহজ। শর্টকার্টগুলো পেতে আপনি চলে যান আপনি যেই আপসের শর্টকার্ট নিতে চান সেই আপসে তারপর সেই আপসের ওপর হাল্কাভাবে চেপে ধরুন তারপর আপনি সেই আপসের গুরুত্বপূর্ণ ফিচার গুলো দেখবেন লিস্ট আকারে শো করবে সেই লিস্ট থেকে আপনি যেই ফিচারটা আপনার হোম স্ক্রীনে রাখতে চান সেটা চেপে ধরে আপনার হোম বা এন্ড্রয়েড ফোনের যেকোনো খালি স্থানে এনে ছেড়ে দিন। নিচের ছবিতে দেখোন।
এবার দেখা যাক আপনার কোন কোন স্ক্রীনটা শর্টকার্ট নেওয়া উচিৎ
1. Google Phone Call Shortcut ব্যবহার করুন
আপনি চাইলে আপনার প্রচন্দের কোনো কন্টাক্ট নাম্বারের হোম স্ক্রীন শর্টকার্ট নিয়ে রাখতে পারেন যাকে আপনি দিনে অনেকবার ফোন করেন। তার জন্য আপনাকে কোনো app খুলতে হবে না তারপর কোনো নাম সার্চ করতে হবে তারপর কল বাটনে টেপ করতে হবে না একজন মানুষকে কল করতে। এই পোরো প্রসেসটা অনেক সহজ হবে যদি আপনি আপনার সেই নিয়মিত ব্যবহিত ফোন নাম্বারটি যদি আপনার হোম স্ক্রীনে শর্টকার্ট নিয়ে রাখেন।
কিন্তু এখানে একটা ছোট্ট সমস্যা আছে আর তা হলো গুগল ফোন আপনাকে সরাসরি কোনো নাম্বারের শর্টকার্ট নিতে দিবে না তার জন্য আপনাকে Google Contact app ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর আপনি আপনার যেকোনো নাম্বারের হোম স্ক্রীনে শর্টকার্ট নিয়ে নিতে পারবেন।
2. Google keep এর New Text Note ব্যবহার করুন
হঠাৎ কোনো নোট নেওয়া অনেক গুরুত্বপূর্ণ কাজ। আপনার হয়তো মাথায় কোনো নতুন আইডিয়া বা পরিকল্পনা আসলো তকন আপনি চাইলে কোনো আপস ওপেন করা ছাড়াই আপনি সেই নোট নিতে পারেন।
এখন কথা হলো আমার ফোনে অলরেডি একটা নোত নেওয়ার আপস দেওয়া থাকে কেন আমি গুগল কিপ ব্যবহার করে নোট নিবো? তার উত্তর হলো আপনার ফোনে যে নোট নেওয়ার আপস আছে সেটার মাধ্যমে আপনি শর্টকার্ট নিতে পারবেন না যারফলে আপনার আপস ওপেন করতে হবে তারপর নতুন নোট নিতে হবে অনেক কাজ। কিন্তু আপনি যদি গুগল কিপের হোম শর্টকার্ট নিয়ে রাখেন তাহলে আপনার জাস্ট একটা ক্লিক করলে আপনি সরাসরি নোট নেওয়ার জায়গায় নিয়ে যাবে।
তারচেয়েও বড় সুবিধা হলো আপনার ফোনে থাকা সেই নোট নেওয়ার আপসটি শুধুমাত্র আপনার ফোনআপনার হাতে থাকা পর্যন্ত যদি আপনার ফোন হারিয়ে যায় তাহলে আপনি সবকিছু হারিয়ে পেলবেন কিন্তু গুগল কিপে নোট নেওয়ার পর সেগুলো ক্লাউডে সেভ হয়ে যাবে। আপনি যেকোনো ফোন দিয়ে আপনার একাউন্টে লগিন করলে আপনার সব তথ্য পেয়ে যাবেন।
3. Google Maps Shortcut ব্যবহার করন
আপনি যদি এমন সব ব্যক্তিদের মতো হন যারা কিনা প্রতদিন গুগল ম্যাপ ব্যবহার করে তাদের কাজের প্রয়োজনে তাহলে আপনার সেই কাজ অনেক সহজে করে পেলতে আপনি গুগল ম্যাপের হোম স্ক্রীন শর্টকার্ট নিয়ে নিতে পারেন।
আরেকটা কথা আপনি যদি গুগল মাপ ব্যবহার করতে চান তাহলে সেখানে আপনার লোকেশন সেট করে দিতে হবে ও আপনার ডাটা কানেকশন অন করতে হবে।
4.Google Drive এর ফাইল সহজে Access করুন
আপনি যদি গুগল ড্রাইভের কোনো ফাইল নিয়মিত ওপেন করেন তাহলে আপনি সেই ফাইলের হোম স্ক্রীন শর্টকার্ট ব্যবহার করতে পারেন যেটা আপনার অনেক সময় বাঁচাবে। আপনাকে গুগল ড্রাইভ আপস ওপেন করতে হবে না তারপর সেখানে কোনো ফাইল সার্চ করে খুজতে হবে না।
আপনি জাস্ট একটা সেই ফাইলের হোম স্ক্রীন শর্টকার্ট নিয়ে নিবেন তাহলে আপনি সেই শর্টকার্ট ফাইলের উপর ক্লিক করে ওপেন করতে পারবেন।
আপনি ড্রাইভ ওপেন করবেন তারপর আপনার ফাইল যেখানে আছে সেখানে চলে যাবেন মানে My drive অপশনে চলে যাবেন তারপর ফাইলের ডান পাশে ৩টা ডট আইকন দেখবেন সেই আইকনগুলোর উপরে ক্লিক করলে অনেকগুলো অপশন শো করবে সেখান থেকে আপনি সবার শেষের আগেরটা সিলেক্ট করবেন অর্থাৎ Add to Home screen এ সিলেক্ট করবেন তখন সেই ফাইলটা আপনি আপনার হোম স্ক্রীনে পেয়ে যাবেন।
5. Google Message এর ম্যাসেজ শর্টকার্ট
ঠিক যেমনি কলের ক্ষেত্রে বলছিলাম এটাও সেম। আপনি যদি কাওকে নিয়মিত ম্যাসেজ পাঠান তাহলে আপনি সেই ব্যক্তির কন্টাক্ট নাম্বারটা আপনার হোম স্ক্রীনে নিয়ে রাখতে পারেন।
6. Youtube Subscription শর্টকার্ট
এটা আপনার জন্য খুবই প্রয়োজনীয় হবে যদি আপনি আপনার টাইমকে প্রপার ব্যবহার করতে চান। আপনি ধরুন ইউটিউবে প্রবেশ করলেন জাস্ট শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ভিডিও দেখার জন্য কিন্তু ইউটিউব এলগরিদম এমন ভাবে সাজানো আপনাকে আরো বিভিন্ন ভিডিও দিয়ে আপনার সেই কাঙ্কিত ভিডিও দেখা থেকে সরিয়ে নিল।
সেই জন্য এই টিপসটি আপনার অনেক কাজে লাগবে। আপনি যেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রারাইব করলেন সেই ইউটিউব চ্যানেলকে আপনি আপনার হমে স্ক্রীনে শর্টকার্ট নিয়ে রাখলে পরবর্তীতে যখনি আপনার কোনো ভিডিও দেখতে হবে আপনি জাস্ট শুধুমাত্র সেই শর্টকার্ট আইকনের উপর ক্লিক করলে আপনাকে সেই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রবেশ করাবে।
শেষ কথা
আপনি চাইলে আপনার আরো যে যে কাজগুলো বেশি করতে হয় সেই আপসগুলোর গুরুত্বপূর্ণ ফিচারগুলো আপনার হোম স্ক্রীনে শর্টকার্ট নিয়ে রাখতে পারেন। ফলে আপনার অনেক সময় বেঁচে যাবে। কাজের গতিও বেড়ে যাবে।
আশাকরি এই টিপসগুলো আপনার অনেক কাজে লাগবে।
পরবর্তীতে এইরকম আর অনেক টিপস এন্ড ট্রিক্সস পেতে আমাদের ফেসবুক পেজে লাইক করে আমাদের সাথে আপডেটেড থাকতে পারেন।
ধন্যবাদ।