আপনি যদি একজন উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা ম্যকওস মানে অ্যাপল কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন। তাহলে এই কিবোর্ড শর্টকার্টগুলো আপনার এখনি জানা উচিৎ। আসলে একজন মানুষ ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে মূলত তাদের গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করতে। এখন সেই কাজ সম্পাদন করতে যদি আপনার কিছু সময় বেঁচে যাই। আপনি সেই সময় গুলোতে অন্য একটি কাজ করতে পারবেন। ঠিক তেমনি আপনি যদি কিবোর্ড শর্টকার্ট জেনে রাখেন। তাহলে আপনার কাজের গতি অনেক বৃদ্ধি পাবে । এবং আপনার অনেক সময় বেঁচে যাবে।
আপনি যদি কোথাও থেকে একটি টেক্সট কপি করতে চান, তাহলে আপনাকে মাউসের Right key প্রেস করতে হবে। তারপর সেখান থেকে কপি অপশন সিলেক্ট করতে হবে। তারপর কোথাও পেস্ট করতে চাইলে, আবার Right key press করতে হবে। তারপর পেস্ট অপশন প্রেস করতে হবে। এরকম যদি দিনে আপনি ৫০ থেকে ৭০ বার করেন দেখেন আপনার কত সময় লাগবে। আর আপনি যদি কিবোর্ড শর্টকার্ট ব্যবহার করেন। তাহলে আপনার জাস্ট যে টেক্সটটা কপি করতে চান সেটা সিলেক্ট করবেন, তারপর Ctrl + C প্রেস করবেন কপি হয়ে যাবে।
সেইরকম ১০টি সেরা দৈনিন্দন কাজে বহুল ব্যবহিত শর্টকার্ট গুলো এখন আপনি শিখতে যাচ্ছেন। হ্যতো এখান থেকে আপনি কিছু ইতিমধ্যে জানেন। তারপরে আপনি নতুন কিছু শিখতে পারবেন। সবার শেষে একটা বোনাস শর্টকার্ট পাবেন। যেটা আপনার অনেক কাজে লাগবে।
1. Ctrl + C অথবা Ctrl + Insert and Ctrl + X
আপনি যদি কোনো টেক্সট কপি করতে চান তাহলে Ctrl + C অথবা Ctrl + Insert press করবেন। আপনি যেই টেক্সট বা লেখা কপি করতে চান, সেটা আপনার মাউস দিয়ে সিলেক্ট করবেন। তারপর আপনি Ctrl + C অথবা Ctrl + Insert press করবেন। সেই লেখা বা টেক্সটটা কপি হয়ে যাবে।
আবার আপনি যদি কোনো টেক্সট বা লেখা কাট করতে চান, তাহলে আপনি Ctrl + X press করবেন। এটা যদি কোনো নোটপেড বা কোথাও লিখেছেন যেটা এডিট মোডে আছে, তাহলে সেই লিখাটা একেবারে রিমোভ হয়ে ক্লিপবোর্ডে জমা হবে।
আর আপনি যদি অ্যাপল ব্যবহারকারী হন, তাহলে আপনি কপি করতে Ctrl key এর পরিবর্তে Command key press করবেন। যেমনঃ আপনি যদি কোনো লিখা বা টেক্সট কপি করতে চান, তাহলে আপনি Command + C press করবেন।
2. Ctrl + V অথবা Shift + Insert
আপনি যদি কোনো কপি করা টেক্সট বা লিখা কোথাও পেস্ট করতে চান, তাহলে আপনি Ctrl + V অথবা Shift + Insert প্রেস করবেন। যেমনঃ আপনি কোথাও থেকে কোনো লিখা বা টেক্সট কপি করে, কোনো টেক্সট এডিটর যেমন Notpad বা Ms Word এ পেস্ট করতে চান, তাহলে আপনি Ctrl + V অথবা Shift + Insert প্রেস করবেন।
আর আপনি যদি ম্যাক বা অ্যাপল ব্যবহারকারি হন, তাহলে আপনি Command + V প্রেস করবেন।
3. Ctrl + Z এবং Ctrl + Y
আপনি যদি লিখার সময় কোনো ভুল করে কোনো লিখা কেটে দিলেন। তখন আপনি আবার আবার সেই লেখা আবার পিরিয়ে আনতে Ctrl + Z প্রেস করবেন। তখন সেই চলে যাওয়া লিখাটা আবার চলে আসবে। অর্থাৎ আপনি যদি কোনো Undo করতে চান, তাহলে আপনি Ctrl + Z প্রেস করবেন।
আবার আপনি যদি কোনো Undo করার পর আবার সেটা পিরিয়ে আনতে চান, তাহলে আপনি Redo করতে পারেন Ctrl + Y প্রেস করে। আপনার Undo করা টেক্সট বা লিখাটা আবার চলে আসবে।
আপনি যদি অ্যাপল ব্যবহারকারী হন, তাহলে আপনি key প্রেস করার সময় শুধুমাত্র Ctrl এর জায়গায় Command প্রেস করবেন। অর্থাৎ আপনি কোনো লেখা Undo করতে Command + Z প্রেস করবেন। আর কোনো লিখা Redo করতে Command + Y প্রেস করবেন।
4. Ctrl + F এবং Ctrl + G
আপনি যদি কোনো ওয়েব পেজ বা কোনো ডকুমেন্ট থেকে কোনো শব্দ খুজতে চান, তাহলে আপনি Ctrl + F প্রেস করবেন। যেমনঃ আপনি notpad বা ms word এ আপনি একটা ডকুমেন্ট কে এডিট করতে চান বা কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড খুজতে চান, তাহলে আপনি সেই ডকুমেন্ট এর যেকোনো জায়াগায় আপনার মাউসের কার্সর রেখে Ctrl + F প্রেস করবেন। সাথে সাথে আপনার সামনে হয় কোনো পপ আপ অথবা কোনো ইনপুট ফিল্ড যেখানে আপনি সেই শন্দটা লিখে খুজতে পারবেন।
আর আপনি যদি কোনো ডকুমেন্ট এ একটা শব্দ যত জায়গায় ব্যবহার হয়েছে সব গুলো একসাথে সিলেক্ট করতে চান, তাহলে আনি Ctrl + G প্রেস করবেন। দেখবেন সেই ডকুমেন্ট এ যত জায়গায় সেই ওয়ার্ড আছে , সব ওয়ার্ড হাইলাইট করা হয়েযাবে।
আর আপনি যদি অ্যাপল ব্যবহারকারি হন তাহলে Ctrl + F এর পরিবর্তে Command + F প্রেস করবেন। আর Ctrl + G এর পরিবর্তে Command + G প্রেস করবেন।
5. Alt + Tab অথবা Ctrl + Tab
আপনি ইন্টারনেট চালানোর সময় কোনো ব্রাউজারে আপনার যদি আকাধিক ট্যাব ওপেন থাকে। এবং আপনি এক ট্যাব থেকে আরেক ট্যাব সুইচ করতে চান, তাহলে আপনি Alt + Tab অথবা Ctrl + Tab প্রেস করবেন। ধরুন আপনি কাজ করার সময় একাধিক অ্যাপলিকেশন বা প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ড এ চালো আছে। এখন আপনি একটা প্রোগ্রাম থেকে আরেক প্রোগ্রামে জেতে চাচ্ছেন, তাহলে আপনি Alt + tab অথবা Ctrl + Tab প্রেস করবেন। দেখবেন ব্যাকগ্রাউন্ড এ ওপেন থাকা প্রোগ্রাম গুলো ওপেন হয়েযাবে ।
আপনি যদি আপ্লে ব্যবহারকারী হন , তাহলে আপনি Alt key এর পরিবর্তে Command(Cmd) key প্রেস করবেন। অর্থাৎ Command + Tab প্রেস করবেন।
6. Ctrl + Backspace এবং Ctrl + Left or Right Arrow
এই শর্টকার্টটি শুধুমাত্র উইন্ডোজ ব্যবহার কারিদের জন্য। অ্যাপল ব্যবহারকারীরা এটা এড়িয়ে জেতে পারেন।
আপনি যদি একি সময়ে একটা পূর্ণ ওয়ার্ড ডিলেট করতে চান, শুধুমাত্র একটা ক্যারাক্টার এর পরিবর্তে। সাধারণত আমরা যখন কোনো একটা ওয়ার্ড কেটে দিতে চায়, আমরা Backspace প্রেস করতে থাকি। ফলে শুধুমাত্র একটা একটা ক্যারাক্টার ডিলেট হয়। যেটা অনেক সময় নেয়। একটা পূর্ণ ওয়ার্ড ডিলেট করতে। এখন আপনি যদি পূর্ণ ওয়ার্ড একসাথে ডিলেট করতে চান, তাহলে আপনি Ctrl + Backspace ব্যবহার করবেন। ফলে একটা একটা ক্যারাক্টার ডিলেট করার পরিবর্তে পূর্ণ একটা ওয়ার্ড ডিলেট হয়ে যাবে।
আর আপনি যদি একটা একটা ওয়ার্ড এর পেছনে আস্তে চান, তাহলে Ctrl + Left or Right Arrow প্রেস করবেন। সাধারণত আমরা যখন কোনো লেখার উপর দিয়ে পিছনে আসতে চায়, আমরা Arrow key প্রেস করি। যদি পিছনে আসতে চায় তাহলে আমরা Left Arrow প্রেস করি। আবার যদি সামনে জেতে চায়, তাহলে Right Arrow প্রেস করি। এটা করলে আমরা শুধুমাত্র একটা একটা ক্যারাক্টার পিছনে বা সামনে জেতে পারি। কিন্তু আপনি যদি একবার প্রেস করার ফলে একটা একটা ওয়ার্ড সামনে বা পিছনে আসতে চান, তাহলে Ctrl + Left বা Right Arrow প্রেস করবেন।
7. Ctrl + S
আপনি যদি কোনো ডকুমেন্ট সেভ করতে চান, তাহলে Ctrl + S প্রেস করবেন। যেমনঃ আপনি কোনো টেক্সট এডিটর বা ms word বা যেকোনো লিখার প্রোগ্রামে একটা ডকুমেন্ট লিখলেন তারপর সেটা আপনার কম্পিউটারে বা লাপ্তপে সেভ করতে চান, তাহলে আপনি সরাসরি সেভ বাটন না খুজে Ctrl + S প্রেস করবেন।তাহলে সেই ডকুমেন্ট সেভ হয়ে যাবে।
অ্যাপল কম্পিউটারে আপনি Command + S প্রেস করবেন।
8. Ctrl + Home এবং Ctrl + End
আপনি যদি আপনার কোনো একটা ডকুমেন্ট পড়া বা লিখার সময় সরাসরি আপনার সেই ডকুমেন্ট এর শুরুতে জেতে চান, তাহলে আপনি Ctrl + Home প্রেস করবেন। তখন সাথে সাথে আপনি আপনার সেই ডকুমেন্ট এর শুরুতে চলে জাবেন।
আবার আপনি যদি আপনার সেই ডকুমেন্ট এর শেষে যেতে চান, তাহলে আপনি Ctrl + End প্রেস করতে পারেন। তখন আপনি আপনার সেই ডকুমেন্ট এর শেষে চলে যাবেন।
অ্যাপল ব্যবহারকারী হলে ,আপনি Command + Up arrow প্রেস করবেন একদম শুরুতে যাওয়ার জন্য। আর একদম নিচে যাওয়ার জন্য আপনি Command + Down arrow প্রেস করবেন।
9. Ctrl + P
আপনি যদি কোনো ডকুমেন্ট বা পেজ প্রিন্ট প্রিভিও পেজ আনতে চান , যেটা আপনি প্রেস করার সময় চালো করে আছেন, সেটা প্রিন্ট প্রিভিও আনতে আপনি Ctrl + P প্রেস করবেন।
আর আপনি অ্যাপল ব্যবহারকারী হলে আপনি Command + P প্রেস করবেন।
10. Windows Logo Key + V
আমরা সাধারণত সবাই জানি Ctrl + V প্রেস করলে কপি করা টেক্সট বা লিখা পেস্ট হয়। কিন্তু আপনি যদি মাল্টিপল টেক্সট বা লিখা কপি করলেন অর্থাৎ একসাথে ৫বার ৫টা টেক্সট বা লিখা কপি করলেন। এখন সাধারন নিয়ম অনুযায়ী আপনি যদি Ctrl + V প্রেস করেন, তাহলে আপনি সর্বশেষ যে লিখা বা টেক্সট কপি করেছেন সেটা পেস্ট হবে । এখন আপনি যদি চান ৫টা কপি করা টেক্সট বা লিখা সবগুলো একসাথে শো করলে আমার যখন যেটা লাগবে সেটা বসাতে বা পেস্ট করতে পারবো। হ্যাঁ সেটা করতে আপনি Window Logo Key + V প্রেস করলে আপনি যত গুলো জিনিস কপি করেছেন সবগুলো একত্রে ক্লিপবোর্ডে শো করবে। তখন আপনার যেই জিনিসটা পেস্ট করা প্রয়োজন সেটা আপনি পেস্ট করতে পারবেন।
বোনাস শর্টকার্ট
11. Window logo key + ;
আপনি যদি অনেক ইমোজি ব্যবহার করে থাকেন, যেমন বিভিন্ন সোশাল মিডিয়েতে পোস্টে বা কাওকে কমেন্ট করতে বা আপনি এমন জায়গায় কোনো ডকুমেন্ট লিখতেছেন, যেখানে কোনো ইমোজি ব্যবহার করার অপশন নেই। এখন আপনি চাচ্ছেন সেখানে ইমোজি ব্যহার করতে। আপনি তাও পারবেন। যখনি আপনার কোনো ইমোজি ব্যবহার করতে ইচ্ছা করবে , আপনি জাস্ট Window logo key + ; প্রেস করেন । সাথে সাথে আপনার সামনে একটা এমোজির পপ আপ চলে আসবে। আপনি সেখান থেকে যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবেন।
এগুলো ছাড়াও আরো অনেক কিবোর্ড শর্টকার্ট আছে। যেগুলো হয়তো কম ব্যবহার করা হয়। তবে এখানে যেগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো বেশি ব্যবহার হয়।
আশা করি আপনার এই শর্টকার্ট গুলো অনেক কাজে আসবে। আপনার কাজের গতি অনেক গুন বাড়িয়ে দেবে। আপনি যদি এই শর্টকার্টগুলো ব্যবহার করেন এরকম আরো বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে Join করুন।
keyword:
#top 10 keyboard shortcut,
Best keyboard shortcut, keyboard shortcut