মৃত্যুশয্যায় শয়তানের ধোঁকা বই pdf download

মৃত্যুশয্যায় শয়তানের ধোঁকা বই pdf download
 

বইয়ের ভূমিকা

কিছুকাল পূর্বে কয়েক বুযুর্গের ঘটনা ও নানা রকম রচনা অধ্যয়ন
হয়েছিল আমার। সেগুলোর মাধ্যমে অভিম সময়ে মানুষের সামনে
শয়তানের আবির্ভাব এবং সেই নাযুক মুহূর্তে মানুষকে ঈমানহারা করতে
তার বহুবিধ চতুরতার জান লাভ হয়। তখনই ছোট কলেবরে একটি বই
লিপিবদ্ধ করার ইচ্ছা পোষণ করেছিলাম, যেটি হবে শয়তানি ছুলনার বিবরণ
এবং সেই অপপ্রয়াস থেকে আত্রক্ষামূলক আমলসমূহের ব্ণনাপ্র। কি
ব্যস্ততা ও বেখেয়াল আমাকে সুযোগ দিল না। ফলে আমার ইচ্ছাটিও রূপ
পেল না অন্তিতের।

ঘটনাপরবাহে গত ১৯ জিলকৃদ ১৩৫৬ হিজরীতে আমার শ্র্ধাসপদ চাচা
মওলানা মুহম্মদ নাঈম দেওবন্দী পরলোকগমন করেন। নূহ কবহের সময়
আমি অধমের সম্মুখেই প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত শয়তানের সঙ্গে তীর,
বাদানুবাদ চলতে থাকে। এ অদ্ভুত দৃশ্যপট সেদিনই প্রথম প্রত্যক্ষ করলাম।

মরহুম মাওলানার পেরেশানি ও তার উপদেশপূ্ণ ঘটনা পুরনো ইচ্ছাকে
তাজা করে দিল।

সে সময়ই লিখা হয়েছে এ-কয়েক পৃষ্ঠার বইটি। এন বইটিতে
প্রথমত লিখেছি শয়তানের উপদ্রব সম্পর্কে সহজ-সাবলীল বিষয়গুলোকে ।
তাউপর যোগ করে দিয়েছি মরহুম মাওলানার সংক্ষিপ্ত অবস্থা, যা 'আন-
নাঈযুলমুকীম' শিরোনামে বইটির শেষাংশে সংযুক্ত।

যে সকল মুসলমান ভাই-বোন এ-বই থেকে উপকৃত হবেন, তাদের
কাছে বিনীত আবেদন এই যে, সকলেই আপনাপন দুআয় এই অধম ও
মরহুম মাওলানাকে শরীক করবেন। আল্লাহ সকলকে তাওফীক দান করুন।

আমীন!

মৃত্যুশয্যায় শয়তানের ধোঁকা বইটি পেয়ে আপনি উপকৃত হলে আপনি চাইলে এই বইটি অন্য আরেকজন ভাইকে শেয়ার করতে পারেন যার জন্য শুধুমাত্র আপনার ফেসবুক টাইমলাইন এই পোস্টটি শেয়ার করার প্রয়োজন। 

ডাউনলোড


keywords:

মৃত্যুশয্যায় শয়তানের ধোঁকা বই download
মৃত্যুশয্যায় শয়তানের ধোঁকা বই pdf
শয়তানের ধোঁকা pdf
শয়তানের ধোকা
মৃত্যুশয্যায় শয়তানের ধোঁকা বই apps
শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয় pdf
শয়তান যেভাবে ধোকা দেয় বই pdf

Post a Comment

Previous Post Next Post