পাপ, তার শাস্তি ও মুক্তির উপায় pdf download

পাপ, তার শাস্তি ও মুক্তির উপায় pdf download
 

পাপ, তার শাস্তি ও মুক্তির উপায়


পাপে-তাপে ভরা এই বসুন্ধরার পাপী মানুষদের নানা পাপ, তার শাস্তি এবং পাপমুক্তি বা তার শাস্তি থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে প্রত্যেকের পৃথক পৃথক ভাবনা। পাপ থেকে বাঁচা বড় কঠিন, তাই মুক্তির কথা সকলের আলােচ্য। সুমহান সৃষ্টিকর্তা মানুষকে পাপের প্রকৃতি দিয়েই সৃষ্টি করেছেন। তাই তিনি তা হতে মুক্তির উপায়ও বাতলে দিয়েছেন। পাপের শাস্তির কথা ঘােষণা করেছেন। প্রদর্শন করেছেন শাস্তি হতে নিষ্কৃতির পথও। যাতে মানুষ পাপ-পঙ্কিল পথে পা না বাড়ায়। পা পিছলে পড়ে গেলে যেন উঠে দাঁড়ায় এবং নিজেকে ধৌত করে পরিচ্ছন্ন করে নেয়। সে যেন ক্ষমাপ্রাপ্তির ব্যাপারে নিরাশ হয়। সে যেন সুমহান প্রভুর কাছে অপরাধ স্বীকার করে ক্ষমাপ্রার্থী হয়।

ইসলামের বিধানে এমন নেই যে, মুসলিমদের মহাপুরুষ সকল পাপভার বহন করে নেবেন, ফলে তারা যা খুশী তাই করতে পারে। অথবা এমন নয়। যে, কোন পানিতে গােসল করলে সব পাপ ধুয়ে-মুছে যাবে। ইসলামে বিধানে আছে পাপ মাফ করার নানা উপায়।

মহান আল্লাহ আমাদেরকে পাপ না করার ধৈর্য দান করুন, পাপ থেকে পবিত্র হওয়ার তাওফীক দান করুন এবং তিনি নিজ গুণে আমাদেরকে পাপের শাস্তি থেকে  নিষ্কৃতি দান করুন। আমীন।

আপনি যদি প্রতিটি নতুন বই সবার আগে পেতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত থাকুন 👉👉 Join করুন


ডাউনলোড

Post a Comment

Previous Post Next Post