English স্পিকিং এন্ড রাইটিং Structure 6 — 10
এর আগের লেসন 1—5 Structures গুলো দেখতে নিচে এই নিচের লেসনটা পড়ে আসোন
👇👇👇👇👇
English স্পিকিং এন্ড রাইটিং Structure 1-5 | ইংরেজি শিখুন মাতৃভাষায়
আপনি যদি ইংরেজিতে fluently কথা বলতে ও লিখতে চান, তাহলে আপনার প্রথমে জানতে হবে ইংরেজি ভুকাবুলারি তারপর সবচেয়ে যেটি বেশি জানা প্রয়োজন তা হলো Sentence structure বা বিভিন্ন Expressions অর্থাৎ আপনি কোন পরিবেশে কোন এক্সপ্রেশন ব্যবহার করবেন তা জানা। আর সেই বিষয়টি জানতে আপনাকে বিভিন্ন ইংরেজি এক্সপ্রেশন এবং স্ট্রাকচার জানতে হবে।
আর এটি জানা অনেকের জন্য কষ্টকর কেননা সব স্ট্রাকচার বা এক্সপ্রেশন এক জায়গায় পাওয়া যায় না । তাই আমি আপনাদের সাথে এই সিরিজের মাধ্যমে সবগুলো দিতে না পারলেও মোটামোটি দৈনিন্দন ও প্রপেশনাল কাজে ব্যবহিত বিভিন্ন স্টাকচার ও এক্সপ্রেশনগুলো দেওয়ার চেষ্টা করবো।
আশা করি এই সিরিজ থেকে আপনারা অনেক উপকৃত হবেন। আপনাদের কাজ হলো আমি প্রতিদিন যে যে স্টাকচার বা এক্সপ্রেশনগুলো দিবো সেগুলো প্যাক্টিস করবেন। আমি প্রতিটি স্ট্রাকচার ও এক্সপ্রেশনের জন্য example দিবো আপনারা যদি সেগুলো প্রাকটিস করেন তাহলে আপনাদের শেখাটা আরো এফেক্টিভ হবে।
আমি প্রতিদিন এই সিরিজে ৪ থেকে ৫ টা স্ট্রাকচার নিয়ে আলোচনা করবো যদি কঠিন কোনো স্ট্রাকচার বা এক্সপ্রেশন হয় তাহলে ৪টা করে দিবো।
সুতরাং আর কথা না বলে চলোন শুরা করা যাক আজকের লেসন।
Structure ⇒ 6 : Going to + place, + sentence ( কোনো জায়গায় গিয়ে অর্থে)
Examples:
Going to Dhaka, I will learn English. ( ঢাকায় গিয়ে আমি ইংরেজি শিখবো )
Going to market, I will buy some chocolates. ( মার্কেটে গিয়ে আমি কিছু চকলেট কিনবো)
Going to field, I will play Football. ( মাঠে গিয়ে আমি ফুটবল খেলবো)
বিঃ দ্রঃ কোথাও গিয়ে কিছু করা অর্থে এই স্ট্রাকচারটা ব্যববহার করতে পারবেন । সব শেষে আমি আপনাকে এই স্ট্রাকচারের উপর প্রাকটিস দিবো আপনি সেগুলো নিচে কমেন্টে লিখতে পারবেন।
Structure ⇒ 7 : Coming from + Place, Sentence.(কোন জায়গা হতে এসে অর্থে)
Examples:
Coming from School, I will play cricket. ( স্কুল থেকে এসে আমি ক্রিকেট খেলবো )
Coming from London, I will speak in English. ( লন্ডন থেকে এসে আমি ইংরেজিতে কথা বলবো)
Coming from office, I will eat rice. ( অফিস থেকে এসে আমি ভাত খাবো)
বিঃ দ্রঃ কোনো জায়গা থেকে এসে কিছু করা/ যাওয়া/ খাওয়া ইত্যাদি অর্থে এই স্ট্রাকচারটা ব্যববহার করতে পারবেন । সব শেষে আমি আপনাকে এই স্ট্রাকচারের উপর প্রাকটিস দিবো আপনি সেগুলো নিচে কমেন্টে লিখতে পারবেন।
Structure ⇒ 8 : In + (verb1 + ing) + obj, + sentence.
Examples:
In talking to teacher, You have to be polite. ( স্যারের সাথে কথা বলার ক্ষেত্রে তোমাকে ভদ্র হতে )
In giving money, You have to be generous. ( টাকা দেওয়ার ক্ষেত্রে তোমাকে উদার হতে হবে)
In playing Football, You have to be careful. ( ফুটবল খেলার ক্ষেত্রে তোমাকে সতর্ক হতে হবে )
বিঃ দ্রঃ কোনো কিছু করার ক্ষেত্রে অর্থে এই স্ট্রাকচারটা ব্যববহার করতে পারবেন । সব শেষে আমি আপনাকে এই স্ট্রাকচারের উপর প্রাকটিস দিবো আপনি সেগুলো নিচে কমেন্টে লিখতে পারবেন।
Structure ⇒ 9 : Let + person + verb1
Examples:
Let me go there. ( আমাকে সেখানে যেতে দাও )
Let him talk to me. ( তাকে আমার সাথে কথা বলতে দাও)
Let them come here. ( তাদেরকে এখানে আসতে দাও)
বিঃ দ্রঃ কাওকে কিছু বলার/ করার/ যাওয়ার অনুমতি দেওয়া ইত্যাদি অর্থে এই স্ট্রাকচারটা ব্যববহার করতে পারবেন । সব শেষে আমি আপনাকে এই স্ট্রাকচারের উপর প্রাকটিস দিবো আপনি সেগুলো নিচে কমেন্টে লিখতে পারবেন।
Structure ⇒ 10: Verb + Object ,+ subject + Must. ( কেও কোনো কিছু করবেই করবে এই অর্থে)
Examples:
Go there, I must. ( আমি সেখানে যাবই যাবো)
Mary the boy, I must. ( আমি ছেলেটিকে বিয়ে করবোই করবো)
Come here, She must. ( সে এখানে আসবেই আসবে )
বিঃ দ্রঃ কেও কোনো কিছু করবেই করবে ইত্যাদি অর্থে এই স্ট্রাকচারটা ব্যববহার করতে পারবেন । সব শেষে আমি আপনাকে এই স্ট্রাকচারের উপর প্রাকটিস দিবো আপনি সেগুলো নিচে কমেন্টে লিখতে পারবেন।
Now it’s your turn to practise ⇒ এবার আপনার প্রাক্টিস করার পালা
আমি আপনাকে বাংলা বলবো আপনি সেই বাংলা sentence এর ইংরেজি করবেন। আমি প্রতিটি sentence এর পাশে বলে দিবো এটা কোন Structure এ করবেন। যদিও এইটা বাংলা sentence কে অর্থ ঠিক রেখে অনেকভাবে অনুবাদ করা যাই। তারপরও আমি আপনাকে শিখার purpose এ বলবো এই স্ট্রাকচারগুলো ফলো করে অর্থ ট্রান্সলেট করবেন।
মনে রাখবেন Practise makes a man perfect.
- লাইব্রেরিতে গিয়ে আমি বই পড়বো (structure-6)
- স্কুলে গিয়ে আমি ক্লাস করবো(structure-6 )
- বাইরে থেকে এসে আমি আমার হাত পরিস্কার করবো(structure-7)
- স্কুলে থেকে এসে আমি ঘুমাবো(structure-7)
- পাস করার ক্ষেত্রে তোমাকে অনেক পড়তে হবে (structure-8)
- ভাত খাওয়ার ক্ষেত্রে তোমাকে কথা বলা বন্ধ করতে হবে (structure-8)
- তাকে পড়তে দাও (structure-9)
- তাদেরকে বলতে দাও (structure-9)
- সে পরীক্ষায় পাস করবেই করবে (structure-10)
- আমি পরীক্ষায় পাস করবোই করবো (structure-10)
আপনি যদি বাংলাতে খুব সুন্দর করে সাজানোভাবে স্পোকেন ইংলিশ শিখতে চান, তাহলে ১০মিনিট স্কুলের এই কোর্সটা করতে পারেন 👉👉 ঘরে বসে Spoken English । খুব সহজভাবে একদম শুন্য থেকে শিখানো হবে।
তাছাড়া আপনি যদি প্রতিটি ইংরেজি লেসন ও গুরুত্বপর্ণ বই ফ্রীতে পাওয়ার জন্য কোনো পোষ্টের নোটিফিকেসশন মিস করতে না চান, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত থাকুন 👉👉 Join করুন