"সফল জীবনের পরিচয়" বইটি ডাউনলোড করুন

 বইটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে

সফল জীবনের পরিচয় বই পিডিএফ ডাউনলোড

বইটি সম্পর্কে


বইঃ সফল জীবনের পরিচয়
লেখকঃ এ কে এম নাজির আহমদ
প্রকাশনীঃ বাংলাদেশ ইসলামিক সেন্টার
পৃষ্ঠা সংখ্যাঃ ৬৪

কি পাবেন এই বইটি  থেকে?


সফলতা সবারই লক্ষ্য কিন্তু তা আসলে কি এবং কীভাবে পেতে হয় তা জানার মাধ্যম হয়তো অনেকের জানা নেই কিন্তু সত্যিকারের সফলতার মানদন্ড আসলে কি? তা জানতে

 এই বইটি পড়তে হবে। সফলতা নিয়ে নানা যুগে নানা গবেষণা হয়েছে, নানা মানুষ নানা মতও দিয়েছে কিন্তু মানুষকেই যিনিই সৃষ্টি করেছেন তারই আসলে বলার অধিকার আছে যে কারা আসল সফল। এই বইটিতে  সেইটাই আলোচনা করা হয়েছে মূলত।

বইয়ের সারমর্মঃ


মানুষের সফলতার পিছনে যে বিষয়টি বড় ভূমিকা পালন করে তা হচ্ছে রিযিক। এই রিযিক কম বেশিকেই মানুষ সফলতা মনে করে থাকে। এই রিযিক সম্পর্কে ধারণা দেয়া হয়েছে  বইয়ের শুরুতে। আল্লাহই যে রিযিক দেন এবং তিনি তা নিয়ন্ত্রণ করেন তা সুন্দরভাবে করে  আল হাদীস দিয়ে বুঝিয়ে দেয়া হয়েছে। এই রিযিকের মাধ্যমে তিনি মানুষকে পরীক্ষাও করে থাকেন।

আল্লাহর দেয়া বিধান এই সমাজে চালু করতে পারলেও মানুষ সফলতা লাভ করতে পারে এবং সেইটাই হয় ইহজাগতিক বা দুনিয়াবি মূল সফলতা। এজন্য সকলেরই এটার জন্য  চেষ্টা সাধনা করা উচিৎ। দুনিয়াতে ভাল কাজ করে প্রশান্তিকর জীবন লাভ করে আখিরাতে মুক্তি পাওয়াটাই আসলেই চুড়ান্ত সফলতা।

এই বিষয়ে অনেক অনেক আয়াতের সম্মিলন করে বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছেন লেখক। পয়েন্ট আকারে এই দুনিয়াবী জীবনের কিছু সফলতার টিপস দেয়া হয়েছে যা মেনে চললে আশা করা যায় সফল মানুষ হিসাবে নিজেকে পরিগনিত করা যাবে।

অনাড়ম্বর জীবন যাপনে অনেক উৎসাহী করা হয়েছে। আমাদের আগে চলে যাওয়া নবী রাসূল, সাহাবী ও সালফে সালেহীনদের উদাহরন টানা হয়েছে এর টিক পরের অধ্যায়ে। আখেরী আলোচনা করা হয়েছে আখিরাতে্র  সফলতার বিষয়ে। কীভাবে তা লাভ করা যাবে তা নিয়ে কিছু টিপস ও উপদেশ দিয়ে এই  বইটি শেষ করা হয়েছে।

ভাললাগা, মন্দলাগা 

সফলতা নিয়ে অনেক আয়াত পেয়েছি এই বইটিতে। আর সফল মানুষদের কথা জানতে পেরে অনেক  উৎসাহী ও হয়েছি। আশা করা যায় এটি ভাল একটা মোটিভেশনাল বই হিসাবে পাঠকদের বা আপনার ভাল লাগবে। বইটি বেশি বড় নয়। আরেকটো বেশি হলে মনে হয় আরো বিস্তারিত জানার সুযোগ হতো।

বই সম্পর্কে মতামত
যে কোন উপলক্ষ্যে গিফট দেয়ার জন্য বেশ ভাল  একটি বই। ভাল ফলাফল করা তরুন, যুবকদের জন্য এটা একটা উত্তম বই হতে পারে একট গিফট হিসাবে।

সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনি বইটি পড়ে অনেক মুটিভেটেড হবেন কারন জেনারেল মুটিভেশন আর ইসলামি মুটিভেশনের মধ্যে অনেক পাত্থক্য আছে যেটি জানতে বইটি সবশেষ পড়োন সুতারং আর দেরি না করে একনি বইটি ডাউনলোড করে পেলোন নিচের লিঙ্কে গিয়ে।

ডাউনলোড  

Post a Comment

Previous Post Next Post