গ্রন্থটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে
নিশ্চয়ই সমস্ত প্রশংসা একমাত্র এক আল্লাহর জন্য । আমরা তার প্রশংসা করি । আমরা তার নিকটেই ক্ষমা চাই । আমরা আল্লাহর নিকট আমাদের আত্মার অনিষ্ট হতে ও আমাদের কর্মের অন্যায় হতেও আশ্রয় চাই । আল্লাহ যাকে সঠিক পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না ।
আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তাকে কেউ সঠিক পথ দেখাতেও পারেন না । আর আমি সাক্ষ্য দিচ্ছি যে , আল্লাহ ছাড়া প্রকৃত কোন মাবুদ বা ইলাহ নেই । তিনি এক , তাঁর কোন শরীক নেই । আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে , নিশ্চয়ই মুহাম্মাদ ও তাঁর বান্দা ও প্রেরিত রাসূল । আরবী , ফারসী , উর্দু , বাংলা ও বিভিন্ন ভাষায় অনেক তাফসীর গ্রন্থ প্রকাশ হয়েছে ।
যার পর তাফসীর লেখার আর তেমন কোন প্রয়ােজন নেই বললেও চলে । এর পরেও কেন আমরা তাফসীর লেখার প্রয়ােজন মনে করলাম ? আমরা মনে করি বিভিন্ন কারণে সময় সাপেক্ষে তাফসীর গ্রন্থ হওয়া উচিৎ । কারণ কুরআন যেমন কিয়ামত পর্যন্ত থাকবে কুরআনের গবেষণাও তেমন কিয়ামত পর্যন্ত চলমান থাকবে । মানুষ সময়ের প্রেক্ষা্পট অনুযায়ী কুরআন বুঝার চেষ্টা করবে ।
আমাদের তাফসীর লেখারও অনেক কারণ রয়েছে । তন্মধ্যে উল্লেখযােগ্য নিম্নে কয়েকটি কারণ পেশ করলাম ঃ
১. দ্বীন প্রচারের উদ্দেশ্যে বিভিন্ন জেলায় যাই । বক্তব্য শেষে কিছু মানুষ তাফসীর গ্রন্থ কিনার জন্য আমাদের কাছে পরামর্শ চায় । কোন তাফসীরটা কিনলে তাদের জন্য ভাল হবে ? অন্যান্য সময়ে ও মানুষ তাফসীর কেনার পরামর্শ চায় । কিন্তু দুঃখজনক হলেও সত্য যে , এমন কোন তাফসীরের নাম বলতে পারি না যে , যা কুরআন ও ছহীহ – যঈফ হাদীছ যাচাই বাছাই – এর মাধ্যমে লেখা হয়েছে ।
সব তাফসীর গ্রন্থেই জাল ও যঈফ হাদীছ এবং মিথ্যা বানােওয়াট কিছু কাহিনী থেকে গেছে । এটাই মূলত কারণ যে , ছহীহ ও যঈফ যাচাই – বাছাই করা একটি তাফসীর গ্রন্থ মানুষের একান্তই প্রয়ােজন । তাফসীর লিখার মত যােগ্যতা আমাদের নেই , তবুও মানুষের চাহিদা এই কাজ করতে বাধ্য করল । কাজেই আল্লাহর উপর ভরসা করে এই কাজ আরম্ভ করলাম । পারা ৩০ তাওযীহুল কুরআন
২. বর্তমানে দেশে দ্বীন প্রচারের নামে অনেক তাফসীর মাহফীল হচ্ছে । এতে এক শ্রেণীর মানুষ তাফসীর না জানা সত্ত্বেও নিজেকে মুফাসসীর বলে ঘােষণা করছে এবং বানাওয়াট কিচ্ছা – কাহিনী ও রাস্তা – ঘাটের গল্পকে মানুষের সামনে কুরআনের তাফসীর বলে প্রচার করছে । জনসমাজের অনেকের এ বিষয়ে জ্ঞান না থাকায় তারা এটাকে তাফসীর মনে করে বিভ্রান্তও হচ্ছে ।
এবং তারা এ ব্যাপারে সব ধরনের সহযােগিতা করেও আসছে । কাজেই এ সমাজের জন্য এমন একটি তাফসীরের প্রয়ােজন , যা বক্তা ও সাধারণ জনগণের জন্য একান্ত জরূরী । বর্তমান সময়ে এমন একটি তাফসীর গ্রন্থ হতে হবে যাতে ছহীহ যঈফ পার্থক্য করে তাফসীর দেয়া থাকবে ।
৩. পরিস্থিতির দাবীতে আমরা এমন তাফসীরের প্রয়ােজন মনে করলাম যাতে উপকৃত হবে ছাত্র , শিক্ষক , বক্তা , জনগণ সকল পেশার মানুষ । ছাত্র – শিক্ষকের জন্য থাকবে শব্দ বিশ্লেষণ , বাক্য বিশ্লেষণ , আয়াতের মাধ্যমে তাফসীর , ছহীহ হাদীছের মাধ্যমে তাফসীর । আর সাধারণ জনগণের জন্য থাকবে আয়াতের মাধ্যমে তাফসীর , এবং ছহীহ হাদীছের মাধ্যমে তাফসীর ।
অন্যান্য তাফসীর গ্রন্থ গুলোতে । জাল – যঈফ হাদীছ আছে এবং মিথ্যা কিচ্ছা – কাহিনীও আছে । এগুলি জানার জন্য এ তাফসীরেও যঈফ হাদীছের একটি অংশও থাকবে । আর সকলের জন্য থাকবে মৌলিক লক্ষ্য হিসাবে একটি অবগতিও ।
আরো.........
আরো বিস্তারিত জানতে গ্রন্থটি পড়োন আশা করি তাফসীরের ব্যাপারে আপনার অনেক কিছু জানা হবে সুতারং আর দেরি না করে একনি গ্রন্থটি ডাউনলোড করে পেলোন নিচের লিঙ্কে ক্লিক করে।