বইটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে
বই : সভ্যতার সংকট
লেখক: ড. আবু আমীনাহ বিলাল ফিলিপস
প্রকাশনীঃ সিয়ান পাবলিকেশন
ভাষান্তর : জিম তানভীর
সম্পাদনা : আবু তাসমিয়া আহমদ রফিক
কাভার মূল্যঃ ৩৫০ টাকা।
রিভিউ লেখকঃ আরিফুল ইসলাম
১।
স্কুলে পড়ার সময় লাইব্রেরি থেকে যখন নোট/গাইড বই কিনতাম তখন অনেকগুলো
গাইডে লিখা দেখতাম 'একের ভেতর সব' বা 'একের ভেতর অনেক'। ঠিক এই বইটা
পড়ার সময় আমার ঐসব গাইডের কথা মনে পড়ে গেলো।কী নেই এই বইটিতে ? সভ্যতার
আদিকাল থেকে শুরু করে বর্তমান কালের সব ইতিহাসের সারমর্ম সংক্ষিপ্তভাবে এই
১৭৩ পৃষ্ঠার বইতে এমনভাবে সাজিয়ে গোছিয়ে দেওয়া আছে যে ঐগুলোর ডিটেইলস জানতে
আগ্রহ জাগবে।
২।
এটার মূল বই হচ্ছে ইংরেজি ভার্সন 'The Clash Of Civilization', বিশ্ববিখ্যাত
স্কলার ড. বিলাল ফিলিপস এর লিখা।বাংলাতে এই বইটির অনুবাদ করেছে সিয়ান
পাবলিকেশন।সিয়ান পাবলিকেশন বরাবরের মতো এই বইটির ডেকোরেশনে ও তাদের
স্বাতন্ত্র্য বজায় রেখেছে।অনুবাদের মান খুব ভালো,বইয়ের পাতার মান যথেষ্ট ভালো
হয়েছে।
৩।
ইংরেজিতে আমরা সপ্তাহের নাম Sunday, Monday... বলি,বাংলায় রোববার,সোমবার বলি
।সপ্তাহের এই নামগুলোর সার্বজনীনতার পেছনে যে গোপণ কাহিনী রয়েছে তার বর্ণনা
বইটিতে অত্যন্ত সংক্ষেপে কিন্ত সুন্দর ও সুনিপুনভাবে তুলে ধরা হয়েছে।
যেমন: শনিবার বা Saturday শব্দটির উৎপত্তি প্রাচীন ইংরেজি শব্দ Saeterndaeg
যার মানে হয় শনি বা Saturn দিবস।এভাবে সপ্তাহের সবগুলো নামের উৎপত্তির ইতিহাস
লেখক বইয়ে সুন্দরভাবে তুলে ধরেন।
৪।
রোমান সভ্যতায় যে বিজ্ঞানমনস্ক স্বাধীন চিন্তাকে গলা টিপে হত্যা করা হতো
এবং এর বিরুদ্ধে আন্দোলনের সূত্রপাত তথা 'প্রোটেস্টান্ট র্যেভুলেশন' এর আদ্যোপান্ত বইতে তুলে ধরা হয়।
সৌরজগৎ নিয়ে কোপার্নিকাসের তত্ত্বের ভিত্তিতে বিজ্ঞান জগতে যে 'কপার্নিকান
বিপ্লব' হয় সেটার কাহিনীও উল্লেখ করা হয়েছে বইটিতে।
ডারউনিজম তত্ত্বের উদ্ভব ও বিকাশ কিভাবে লাভ করেছিলো,তার পেছনের কাহিনির
বিবৃতিও দেওয়া হয়েছে এই বইটিতে খুব সুন্দরভাবে ও রেফারেন্সসহ।
৫।
সবশেষ, বইটির সবচেয়ে মজার যে জিনিশটা আমার কাছে মনে হয় সেটা হলো 'জাদুটোনা'
সংস্কৃতি নিয়ে।কালো যাদু বা black magic কিভাবে শুরু হয় 'ভৌতিক বাসা',
'আধ্যাত্মিক বৈঠক', 'Oujia Board', 'ভুডু' এইসব রহস্যের উদঘাটন তথা কিভাবে
মানুষ জাদুটোনা করে তার ট্রিকস গুলোরও বর্ণনা দেওয়া আছে খুব সন্দরভাবে।
জাদুটোনার হাত থেকে রক্ষা পেতে যে তিনটা পথ আছে সেগুলোর কাহিনি এবং তারা
কিভাবে ভূত তাড়ায় তারও ট্রিকগুলোর বর্ণনা দেয়া আছেে এই বইটিতে।
সবমিলিয়ে প্রথমেই বলছি এই বইটি 'All In One' টাইপের।ছোট্ট বইটি পড়ে
হয়তো সবকিছু জানা সম্ভব না কিন্ত চিন্তার খোঁড়াকের জন্মানোর জন্য বইটি যথেষ্ট
হবে।
আপনি যদি প্রতিটি নতুন বই সবার আগে পেতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম
গ্রুপের সাথ যুক্ত থাকুন 👉👉 Join করুন
বইটি পেয়ে উপকৃত হলে আপনি চাইলে আরেকজন ভাইকে বইটি পড়তে সহযোগিতা করতে
পারেন যার জন্য শুধু আপনার একটি ফেসবুকে শেয়ার করার প্রয়োজন। তাছাড়া
আপনি চাইলে আমাদের ফেসবুক পেজের সাথে লাইক দিয়ে যুক্ত হতে পারেন আমরা
প্রতিদিন আমাদের ফেসবুক পেজে নতুন নতুন বই পোস্ট
করে থাকি