বইটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে
গান বাজনার ব্যাপারে ইসলামের হুকুমঃ
আল্লাহ তা’আলা বলেন: আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ঐগুলোকে হাসি-ঠাট্টা হিসেবে গ্রহণ করে থাকে। [সূরা লোকমান ৩১:৬ আয়াত]
বেশীর ভাগ তাফসীরকারগণ লাহওয়াল হাদীস বলতে গান বাজনাকে বুঝিয়ে থাকেন। ইবনে মাসউদ রা. বলেন: উহা গান। ইমাম হাসান বছরী (র.) বলেন: উটা গান ও বাদ্য শানে নাজিল হয়েছে।
আল্লাহ তা’আলা শয়তানকে লক্ষ্য করে বলেন: তোমার কন্ঠ দিয়ে তাদের মধ্যে যাকে পারো প্ররোচিত কর। [সূরা ইসরা ১৭:৬৪ আয়াত]
ইসলাম কোন জিনিসের মধ্যে ক্ষতিকারক কোন কিছু না থাকলে তাকে হারাম করেনা বা করেনি। গান ও বাজনার মধ্যে নানা ধরনের ক্ষতিকারক জিনিস রয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া র.) এ সম্বন্ধে বলেন:
গান বাজনা হচ্ছে নফসের মদ স্বরূপঃ মদ যেমন মানুষের ক্ষতি করে, বাদ্যও মানুষের সেই রকম ক্ষতি করে। যখন গান বাজনা তাদের জীবনকে আচ্ছন্ন করে ফেলে, তখনই তারা শিরকে পতিত হয়। আর তখন তারা ফাহেশা কাজ ও জুলুম করতে উদ্যত হয়ে যাই। তারা শিরক করতে থাকে এবং যাদের কতল করা নিষেধ তাদেরকেও কতল করতে দ্বিদাবোধ করে না। যারা গান বাজনা করে তাদের বেশীর ভাগের মধ্যেই এই তিনটি দোষ দেখা যায়। তাদের বেশীর ভাগই মুখ দিয়ে শিশ দেয় ও হাততালি দেয়।
ফাহেশার মধ্যে আছে: গান হল যেনার রাস্তা বা পথ স্বরূপ। এর কারণেই বেশীর ভাগ ফাহেশা কাজ অনুষ্ঠিত হয় গানের মজলিসে বা মঞ্চে। যেখানে পুরুষ, বালক, বালিকা ও মহিলা চরম স্বধীন ও লজ্জাহীন হয়। এভাবে গান শ্রবন করতে করতে কখন যে নিজেদের ক্ষতি ডেকে আনতে থাকে। তখন তাদের জন্য ফাহেশা কাজ করা একদম সহজ হয়ে দাড়ায়, যা মদ্যপানের সমতুল্য কিংবা আরও অধিক।
কতল বা হত্যাঃ অনেক সময় গান শ্রবণ করতে করতে উত্তেজিত হয়ে একে অপরকে কতল করে ফেলে অনেকেই। তখন বলে: তার মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছিল যে জন্য হত্যা করা ছাড়া উপায় ছিল না তার। এটা হতে বিরত থাকা তার ক্ষমতার বাইরে ছিল। আসলে এই সময়ে মজলিসে শয়তান উপস্থিত থাকে। আর যাদের উপর শয়তান বেশী শক্তিশালী, তারা অন্যদের কতল করে ফেলতে পারে।
মিযানুর রাহমান আজহারি বই pdf download
শায়েখ আহামুদুল্লাহ বই pdf download
আব্দুল্লাহ জাহাঙ্গীর বই pdf download
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বই pdf download
আল্লামা নাসিরুদ্দিন আলবানি pdf download
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বই pdf download
আল্লামা মওদুদি বই pdf download
রাসুল সঃ এর জীবনী বই pdf download
সাহাবীদের জীবনী বই pdf download