বইটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে
ইন্তেকাল শব্দটি দ্বারা ও মৃত্যুকেই বুঝানো হয়ে থাকে । انتقال শব্দটিنقل থেকে । نقل অর্থ স্থানন্তর করা , এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া , যেহেতু মৃত্যুর মাধ্যমে মানুষ দুনিয়া থেকে কবরের জীবনে স্থানান্তর হয় তাই তাকে انتقال বলে । দুনিয়ার জীবনে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায় ।কেউ বিদেশও চলে যায় । তাকেই ইন্তেকাল বলে না কেননা এ পৃথিবীতে যত দূরেই মানুষ যাক না কেন , সেখান থেকে ফিরে আসার সম্ভাবনা থাকে , টেলিফোনে কথা হয় , মোবাইলে , চিঠিপত্রে খবর পাওয়া যায় , সুখ- দুঃখ জানা যায় , কিন্তু ঘরের কাছে কবর সাড়ে তিন হাত মাটির নিচে একবার কেউ চলে গেল তার সুখ-দুঃখ জানা যায় না।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ইমানি মৃত্যু দান করুন। সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে ইনশাআল্লাহ।
মোবাইলে অথবা ফোনে কোনো খবরও পাওয়া যায় না , আর কিয়ামতের ময়দানে উঠার আগে ফিরে আসার ও কোন সম্ভাবনা নেই । এই জন্য তাকে বলা হয় ইন্তেকাল । হায়াত ও মাওতের সৃষ্টি এখানে দুটি শব্দ , একটি হায়াত অপরটি হচ্ছে মাওত । কেন সৃষ্টি করলো? কে সৃষ্টি করলো ?
একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময় তাকেই আরবিতে হায়াত বলে । যে জিনিসের মাধ্যমে দুনিয়ার হায়াতের সমাপ্তি ঘটে তাকে মাওত বলে । আল্লাহর অতি আশ্চর্যজনক একটি সৃষ্টি হলো হায়াত এবং মাওত । এ দুটি সৃষ্টির মাঝেই আমাদের স্রষ্টার পরিচয় পাওয়া যায় । মানুষেরা কিছু বানায় তাও মানুষেরা খালেক নয় ।
কিচ্ছু না থেকে যিনি সৃষ্টি করেন তিনি হচ্ছেন খালেক , বানানে ওয়ালা এ আকাশ একদিন ছিলনা , এ জমিন একদিন ছিলনা , তিনিই সব সৃষ্টি করেছেন । একই স্রষ্টাই হায়াত এবং মাওতকে সৃষ্টি করেছেন । কেন করেছেন? পবিত্র কুরআন বলেছেঃ তিনি মহান আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবনকে ,তোমাদেরকে পরিক্ষা করার জন্য কারা তোমরা নেক আমলে উত্তম ?(৬৭ নং সূরা মুলক : আয়াতঃ২)
প্রকাশকঃ আহসান পাবলিকেশন
বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক
বইয়ের সাইজঃ 2.25 MB
প্রকাশ সালঃ ২০১০ ইং
বইয়ের লেখকঃ মাওলানা ফখরুদ্দীন আহমাদ