বইটির ডাউনলোড লিংক নিচে দেওয়া আছে
কিছু কথা
মানব ইতিহাসের শুরুলগ্ন থেকেই হক ও বাতিলের দ্বন্ধ চলে আসতেছে। খাটিঁ খোদাপ্রেমীদের পরীক্ষার জন্যই আল্লাহ পাকের পক্ষ থেকে এ ব্যবস্থা করা হয়েছে। যুগে যুগে নবী- রাসুলগণসহ খাটিঁ খোদাপ্রেমিক বান্দাদের বাতিলের মোকাবিলায় ইস্পাতকঠিন পরীক্ষার মুখোমুখী হতে হয়েছে।
বাতিলের মোকাবিলায় ইস্পাতকঠিন প্রত্যেয়ের অধিকারী ও দীপ্ত দৃঢ় সংকল্প কারীদের বিজয়ের নিশ্চয়তা ও আল্লাহ পাক কুরআনে কারীমে অনেক যাইগাই ঘোষণা করেছেন। ইরশাদ হচ্ছে সত্য সমাগত ও মিথ্যা বিতাড়িত, অসত্যের পরাজয় বা বিতাড়ন অবশ্যম্ভাবী। বাতিলরা যুগে যুগে চাকচিক্য, প্রতাপ ও লোভনীয় রূপ ধারণ করে আবির্ভত হয়ে হকের মুখোমুখী হয়েছে।
এ ধারাবাহিকতায় সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ উম্মতের উপর বাতিল তথা ইহুদী -নাসারা, নাস্তিক -মুরতাদ ও পৌত্তলিক সকল খোদাদ্রোহীদের কু-চক্রান্ত ও বহুরূপী ফেৎনার সর্বগ্রাসী আগ্রাসন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে । ইসলাম, মুসলমান ও আলেম -উলামাদেরকে ধ্বংস করা, হেয় প্রতিপন্ন করা ও লাঞ্ছিত-অপমানিত করার হীন কোনো চক্রান্ত নেই, যা করে যাচ্ছে না তারা।
নির্ভেজাল আলো ঝলমলে দ্বীনকে কুলষিত করার জন্য একদিকে যেমন ইসলামী রূপ দিয়ে শিরক, বিদআত ও কু-সংস্কারসমূহ ইসলামে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, তেমনিভাবে কাদিয়ানী, বাহায়ী, খারেজী, রাফেজী ও শিয়া দর্মমতকে ইসলামে অন্তর্ভুক্ত করার সর্বাত্মক চেষ্টা করে চলছে।
তাগুতী শক্তির প্রধান ঝান্ডাবাহী বিট্রিশ সম্রাজ্যবাদীরা ভারত উপমহাদেশ থেকে ইসলাম নির্মূল করার হীন চক্রান্তের প্রধান অন্তরায় আলেম-উলামাদের নির্বিচারে হত্যালীলায় মেতে ওঠে। আলেম তথা নায়েবে রাসুল গড়ার কেন্দ্র দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ গুড়িয়ে দেয় এবং কুরআন-হাদীসসহ যাবতীয় ইসলামী গ্রন্থাদি জ্বালিয়ে দেয়। ভারত উপমহাদেশে মুসলমানদের উপর ছায়াপাত করে চতুর্মুখী চক্রান্তের ঘোর অমানিশা চলছে।