"হে আমার মেয়ে" বইটি ডাউনলোড করুন

হে আমার মেয়ে !

বই সম্পর্কে 

হে আমার মেয়ে ! আমি চল্লিশের জগৎ পার হয়ে পঞ্চাশের পথে পা রেখেছি । যৌবনকে বিদায় দিতে যাচ্ছি, সেও আমার কাছ থেকে বিদায় নিতে চায়। নুতন কোন স্বপ্ন এবং উচ্ছ আকাঙ্খা আর নেই। আমি অনেক দেশ ও শহর ভ্রমণ করেছি, বুহ জাতির সাহচর্য লাভ করেছি এবং জীবন ও জগৎ সম্পর্কে অনেক ধঅরণা অর্জন করেছি।

আরো ডাউনলোড করুন ঃ সিক্রেটস অব জায়োনিজম  

আজ আমার কাছ থেকে কয়েকটি কথা শুন! কথাগুলো সঠিক ও সুস্পষ্ট। এগুলো আমার বয়স ও অভিজ্ঞতার আলোকেই তোমাকে বলছি। আমি ছাড়া আর কেউ হয়তো তোমাকে এগুলো বলবে না। আমি অনেক লিখেছি, মিম্বারে ও সমাবেশে দাড়িঁয়ে অনেক ভাষন দিয়েছি, অনেক নসীহত পেশ করেছি।

আরো ডাউনলোড করুন ঃ হে আমার মুসলিম ভাই  

উত্তম চরিত্র অর্জনের আহবান জানিয়েছি, অশ্লীলতা বর্জন ও সকল প্রকার অন্যায় কাজ বর্জনের ডাক দিয়েছি। নারীদেরকে ঘরে ফিরতে ও কুরআনের সুপ্রসিদ্ধ বিধান পর্দার আবরণে আবৃত হওয়ার আহবান জানিয়েছি, তাদের সৌন্দর্য্যর স্থাগুলো ঢেকে রাখতে বলেছি। লিখতে লিখতে কলম এখন দুর্বল হতে চলছে, কথা বলার সময় মুখে তা আটকে যাচ্ছে।


 খুব অসম্ভব সুন্দর একটি বই :)।

আরো ডাউনলোড করুন ঃ মধ্যপ্রাচ্যের ডায়েরি  

এত কিছু করার পরও আমি মনে করি না যে, আমরা কোন অশ্লীল কাজ সমাজ থেকে দূর করতে পেরেছি। অশ্লীলতা দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে। আমার মনে হয় কোন ইসলামি দেশই এর আক্রমণ থেকে মুক্ত নয়। মিশর, সিরিয়া তথা সমগ্র মধ্যপ্রাচ্যের সীমা পার হয়ে পাকিস্তান, বাংলাদেশসহ সমগ্র এশিয়ায় এর আক্রমণ বেড়েই চলছে।

আরো ডাউনলোড করুন ঃ প্রিয় প্রেয়সী নারি  

মহিলারা বের হচ্ছে পর্দাহীন হয়ে, সৌন্দর্য্যর স্থাগুলো প্রকাশ করে, মুখমন্ডল, বক্ষদেশ এবং কেশ উন্মুক্ত করে। আমার ধারণা, নসীহত করে আমরা সফল হইনি। হে আমার কন্যা!! তুমি কি জান কেন আমরা সফল হই নি! সম্ভবতঃ আমরা এখনও গ্রহনযোগ্য পন্থায় নসীহত করতে পারিনি এবং সংশোধনের দরজায় পৌঁছতে পারিনি।

আরো ডাউনলোড করুন ঃ ইনিভারসিটির ক্যান্টিনে  

হে আমার মেয়ে ! আমরা তোমার দ্বীনি বোনদেরকে আল্লাহর ভয় দেখিয়েছিম কিন্তু কাজ হয় নি। অতঃপর অবৈধ সম্পর্ক ও ব্যবিচারে লিপ্ত হওয়ার কারণে ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে সতর্ক করেছি, কিন্তু কোন ফল হয়নি। এ বিষয়ে অনেক বই লেখা হয়েছে, বহু বক্তৃতা দেয়া হয়েছে, তাও ব্যর্থ হয়েছে। এখন আমি ক্লান্ত শরীরে পরাজিত সৈনিকের ন্যায় ময়দান ছেড়ে বিদায় নিতে চাচ্ছি।

ডাউনলোড

 

 

Tags: free books download pdf, download free books online pdf, free pdf books download site, all personal books free, pdf dow..., prayer book pdf, free download, the book of forbidden knowledge..., all Bangla books pdf download, download any book for free pdf, Islami books pdf download,ইসলামি বই pdf download,হে আমার মেয়ে pdf, হে আমার মেয়ে  download,হে আমার মেয়ে, hadeeth book pdf download,হাদিস বই pdf download, motivational book pdf download, মুটিভেশেনাল বই pdf download


Post a Comment

Previous Post Next Post